A Mission 100 – Vidyajyoti School of Government of Tripura
SCERT কর্তৃক প্রস্তুত “ঐকতান” নামক একটি বহুভাষিক পুস্তিকা আপনাদের সরবরাহ করা হয়েছে। গ্রীষ্মকালীন শিবির (Summer Camp)-এ এই পুস্তিকাটি ব্যবহার করার সময় শিক্ষার্থীদের পরিচিত স্থানীয় ভাষাসমূহও অনুগ্রহ করে ব্যবহার করবেন। এতে শিক্ষার্থীদের ভাষাগত আত্মবিশ্বাস বৃদ্ধি পাবে এবং তাদের শিখন-অভিজ্ঞতা হবে আরও অর্থবহ ও অন্তর্ভুক্তিমূলক।